5.3 C
New York
Thursday, March 13, 2025

গোসাইরহাটে নদী থেকে উদ্ধার নারী-শিশুর পরিচয় মিলেছে

শরীয়তপুরের গোসাইরহাটে উদ্ধার হওয়া নারী ও শিশুর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তারা দুজন সম্পর্কে মা ও মেয়ে।

ওই নারীর নাম তানিয়া আক্তার (৩০) ও শিশুটির নাম রাবেয়া আক্তার (৪)। তারা বরিশালের হিজলা উপজেলার ইন্দোরিয়া গ্রামের বাসিন্দা।

বুধবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার মশুরগাঁও এলাকার মেঘনা নদীর শাখা জয়ন্তী নদীর পাড়ে এক নারী ও এক শিশুর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে। এদিকে মরদেহ দুটি উদ্ধারের খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা থানায় এসে পরিচয় শনাক্ত করেন। ময়নাতদন্ত শেষে বুধবার সকালে মরদেহ দুটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় তানিয়া আক্তারের বাবা দুলাল হাওলাদার তানিয়ার স্বামী আব্দুর রহমানসহ তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা করেছেন।

গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে তানিয়া ও শিশু রাবেয়াকে হত্যা করা হয়েছে। তবে বিষয়টি নিয়ে তদন্ত সম্পূর্ণ হলে হত্যার বিষয়ে বিস্তারিত বলা যাবে। এ ঘটনায় নিহত তানিয়ার স্বামী আব্দুর রহমান (৩৬), শশুর ইউসুফ মাঝি (৬০) ও জয়নাল সাদির (৫৬) নাম উল্লেখ করে ১-২ জনকে অজ্ঞাত নামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে। মামলার আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles