পরিবেশ বাঁচাতে দায়বদ্ধতার বার্তা দিল রাজ্য। মঙ্গলবার রাজ্যের শিল্পমন্ত্রী শশী পাঁজা দাবি করলেন, শিল্পে লগ্নি টানার ক্ষেত্রে এখন পরিবেশ রক্ষার উপর আলাদা করে জোর দিচ্ছেন তাঁরা। শিল্প স্থাপনের সঙ্গে পরিবেশবান্ধব উন্নয়ন সুনিশ্চিত করতে একাধিক নীতি প্রণয়ন হয়েছে। তর সঙ্গে সামঞ্জস্য রেখে বড় অঙ্কের বেসরকারি লগ্নিও আসছে।
এ দিন বণিকসভা সিআইআই-এর সভায় শশী জানান, পরিবেশ রক্ষায় সরকার এবং কর্পোরেট সংস্থাগুলি একসঙ্গে কাজ করছে। তার সুফলও পাচ্ছে রাজ্য। তাঁর কথায়, ‘‘এর আগে আমরা ‘কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি’ অর্থাৎ শিল্প সংস্থার সামাজিক দায়িত্বের কথা শুনতাম। এখন শুনি ‘এনভায়রনমেন্টাল, সোশ্যাল অ্যান্ড গভর্ন্যান্স’ (পরিবেশ, সামাজিক ও পরিচালনার নির্দিষ্ট নীতি বা ইএসজি)। পরিবেশ রক্ষার দায় আমাদের সকলের। তাই এর পরিসর আরও বেড়েছে।’’ একই সঙ্গে শশীর বার্তা, রাজ্য সরকারের লক্ষ্য বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থান। মুখ্যমন্ত্রী নিষ্ঠার সঙ্গে তা করছেন। তারই সুফল পাচ্ছেন রাজ্যবাসী।
এ দিন শিল্পমন্ত্রী জানান, পরিবেশবান্ধব উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার পুনর্ব্যবহারযোগ্য শক্তি, নতুন এবং অপ্রচলিত বিদ্যুৎ উৎপাদন বা নিউ অ্যান্ড রিনিউয়েব্ল এনার্জি প্রোডাকশন পলিসি, গ্রিন হাইড্রোজেন, নেট মিটারিং, কো-জেনারেশন পলিসির মতো নীতি এনেছে। যার উপর ভিত্তি করে ইতিমধ্যেই বাংলার ভাঁড়ারে এসেছে বড় অঙ্কের লগ্নি। তাঁর কথায়, ‘‘আমরা এই ক্ষেত্রে বিভিন্ন নীতি কার্যকর করছি। তাতে শামিল হয়েছে