11.8 C
New York
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

হালদা নদীতে অভিযানে ৬,৭০০ মিটার ঘেরাজাল জব্দ

দেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র চট্টগ্রামের হালদা নদীর হাটহাজারী অংশে অভিযান চালিয়ে ৬ হাজার ৭০০ মিটার অবৈধ ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। গতকাল মঙ্গলবার ভোরে নদীর রামদাস মুন্সিরহাট ও সত্তারঘাটসহ বিভিন্ন এলাকায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য ২ লাখ ১৭ হাজার টাকা বলে জানান মৎস্য কর্মকর্তা। খবর বাসসের।

বিষয়টি নিশ্চিত করে তিনি আরও জানান, হালদা নদীতে রাত ১২টা থেকে ভোর সাড়ে ৩টা পর্যন্ত মৎস্য সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে মাছ শিকারের জন্য পাতানো আনুমানিক ৬ হাজার ৭০০ মিটার চরঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা পাড়ের রামদাস মুন্সিরহাট থেকে সত্তারঘাট হয়ে মেখল ইটভাটা এলাকা পর্যন্ত উপজেলা মৎস্য দপ্তর হাটহাজারী ও হালদা অস্থায়ী ফাঁড়ির নৌ–পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়। পরে জব্দকৃত জাল নৌ–পুলিশের হেফাজতে রাখা হয়। হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন, সংরক্ষণ ও মৎস্য সম্পদ রক্ষায় এ জাতীয় কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সম্পর্কিত প্রবন্ধ

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক প্রবন্ধসমূহ