নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর এলাকায় বড়াল নদীতে বাঁধ দিয়ে কতিপয় অসাধু ব্যক্তি অবৈধ সুতিজাল দিয়ে অবাধে মাছ শিকার করছে। এসব ফাঁদ থেকে বাদ পড়ছে না ছোট-বড় কোনো মাছ। এ ছাড়া প্রতিনিয়ত অবৈধ চায়না দুয়ারি জাল ব্যবহার করে চলছে মৎস্য শিকার।
সরেজমিনে দেখা যায়, উপজেলা সদর থেকে ৮ কিলোমিটার দূরে দয়ারামপুরের নন্দীকুজা এলাকায় নদীর প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বাঁশের সঙ্গে সুতিজাল বেঁধে বাঁধ তৈরি করা হয়েছে। এ বাঁধের কারণে নদী স্বাভাবিক গতি হারাচ্ছে। পাশাপাশি নষ্ট হচ্ছে মাছের অভয়ারণ্য। এ ছাড়া ওই এলাকায় ছোট নৌকা নিয়ে অবৈধ চায়না দুয়ারি জাল দিয়ে অবাধে চলছে মৎস্য শিকার।
স্থানীয়দের অভিযোগ, অবৈধ সুতিজাল ও চায়না দুয়ারি জাল দিয়ে মাছ ধরায় মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।
উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আশিক এসবি সাত্তার জানান, তারা বিভিন্ন সময়ে এগুলো উচ্ছেদে অভিযান চালিয়ে আসছেন। কিন্তু অসাধু ব্যক্তিরা আবার একই কাজে লিপ্ত হচ্ছেন। তিনি বলেন, জেলেদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে। তারপরও যদি তারা এগুলো উঠিয়ে না নেয় তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।