13.9 C
New York
সোমবার, এপ্রিল ২৮, ২০২৫

ঝিনাইদহের নদ-নদীতে দখল, দূষণ ও নাব্যতা পুনরুদ্ধারের নির্দেশ

কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহ জেলার নদ-নদীতে দখল, দূষণ ও নাব্যতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আমিনুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।

চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘খরস্রোতা ১২ নদ-নদী এখন কৃষিজমি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঝিনাইদহ জেলার সব নদ-নদী অবৈধ দখলদারদের দখলে ও শহরের সংলগ্ন নদীগুলোতে নিয়মিত আবর্জনা ফেলার কারণে নদীগুলোর উৎসমুখ ভরাট এবং খননের অভাবে নদ-নদীগুলো বর্তমানে মরা খালে পরিণত হয়েছে। এমতাবস্থায় জেলার নদ-নদীর অবৈধ দখল উচ্ছেদ, দূষণমুক্ত এবং নাব্যতা পুনরুদ্ধারে জেলা নদীরক্ষা কমিটির আহ্বায়ক জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলীকে নির্দেশনা দেওয়া হলো।

সম্পর্কিত প্রবন্ধ

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

সাম্প্রতিক প্রবন্ধসমূহ