কালের কণ্ঠে সংবাদ প্রকাশের পর ঝিনাইদহ জেলার নদ-নদীতে দখল, দূষণ ও নাব্যতা পুনরুদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন। জাতীয় নদী রক্ষা কমিশনের উপপরিচালক আমিনুর রহমানের স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বিষয়টি কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন পানি উন্নয়ন বোর্ড ঝিনাইদহের নির্বাহী প্রকৌশলী রঞ্জন কুমার দাস।
চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৩ মার্চ দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘খরস্রোতা ১২ নদ-নদী এখন কৃষিজমি’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছে।