7 C
New York
Friday, March 14, 2025

শুক্রবার একই ফ্লাইটে কক্সবাজার যাচ্ছেন ড. ইউনূস ও গুতেরেস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ঢাকায় সফররত জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস শুক্রবার (১৪ মার্চ) কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। একই ফ্লাইটে তারা কক্সবাজার যাবেন। সফরকালে দিনভর উভয়ে বেশকিছু গুরুত্বপূর্ণ ইভেন্টে ব্যস্ত সময় কাটাবেন।

বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় এ তথ্য জানান প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ।

দুদিন আগে এক প্রেস ব্রিফিংয়ে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছিলেন, কক্সবাজার থেকে জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন যাবেন এবং বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

প্রধান উপদেষ্টা কক্সবাজারে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন। সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ও জাতিসংঘের মহাসচিব রোহিঙ্গাদের সঙ্গে ইফতার করবেন। প্রধান উপদেষ্টার সৌজন্যে এক লাখ রোহিঙ্গার জন্য ইফতারের আয়োজন করা হচ্ছে।

Related Articles

Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe
- Advertisement -spot_img

Latest Articles